August 14, 2025, 5:22 pm
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোবদার,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোকাম্মেল হোসেন মোজাম্মেল,সাংবাদিক সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশংসা পাওয়ার জন্য নয় নিজেকে নিজের কাছে সন্তুষ্টি প্রাপ্তির জন্য অসহায়দের পাশে থেকে আমাদের কাজ করতে হবে। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বানারীপাড়া থানা, বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলার বিদ্যালয়,বানারীপাড়া পৌরসভা,চৌয়ারীপাড়া কমিউনিটি ক্লিনিক,৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ, সলিয়াবাকপুর ইউনিয়ন ভূমি অফিস,বানারীপাড়া উপজেলা ভূমি অফিস,বানারীপাড়া উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি উপজেলার সলিয়াবাকপুরে একটি রাস্তাসহ দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।