August 13, 2025, 9:58 pm
স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ আগস্ট ) বিকেলে নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই রুকন সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর শাখার আমীর ও ১৪৯ ময়মনসিংহ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহসান এমরুল।
এসময় তিনি বলেন,পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার জামায়াত ইসলামী নেতা কর্মীদের অত্যাচার, জুলুম, নাটক সাজিয়ে নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে ।হাসিনা সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছেন। সেই ট্রাইবুনালে পতিত স্বৈরাচার হাসিনাসহ সকল খুনিদের ফাঁসি হবে সেটাই দাবি জানাচ্ছি ।
তিনি আরও বলেন,দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ ,জাতীয় পার্টিসহ অন্যান্য দলের শাসন দেখেছে, এবার জামায়াত ইসলামীকে দেখতে চায় জনগণ। তিনি বলেন-যদি সামনে জামায়াত সরকার গঠন করে সকল ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেব ইনশাল্লাহ । ইসলামী আইন চালু হলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে । কোন ধরনের চাঁদাবাজি ,দখলবাজি ও সেলফি বাজী চলবে না।
মাওলানা কামরুল আহসান এমরুল বলেন-বিগত সরকার ভোটের অধিকার নষ্ট করে গেছে । গত ১৭বছর যাবত দেশে কোন ধরনের গণতন্ত্র ছিল না । বহু আলেম উলামাদেরকে প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছে ও বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছে । লক্ষ লক্ষ নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে । গত ২০২৪ইং জুলাই-আগষ্ট আন্দোলনের ফলে তারা আল্লাহর মেহেরবানীতে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সে জন্য তিনি ২০২৪ জুলাই-আগষ্ট আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জামায়াতে ইসলামীর আমিরের জন্য দোয়া চেয়ে আরও বলেন, আমাদের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সাহেবের অপারেশন হয়েছে, আপনারা আমীর সাহেবের জন্য দুয়া করবেন যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে।
সম্মেলনে অন্যান্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমীর,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেলসহ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।