August 14, 2025, 7:27 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে সাপের কামড়ে মো. সোহান মোল্লা (ইয়াছিন) নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান মোল্লা ওই গ্রামের হাফিজুল মোল্লার ছেলে। সে স্থানীয় ৮৫ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির পাশে বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে শিশুটি চিৎকার করে ওঠে। কান্নার শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের অভিযোগ পাবনা সদর হাসপাতাল থেকে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন(অ্যান্টিভেনম) চেয়ে পাননি এবং পরে বাহিরের দোকান থেকে কিনতে গেলে নগদ টাকা না দেওয়ায় দোকানদার ভ্যাকসিন(অ্যান্টিভেনম) না দেওয়ায় দ্রুত মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশুটি। এ সময় ছেলেকে বঁাচানোর চেষ্টায় ব্যর্থ বাবা দরিদ্র ভ্যান চালক ও শিশুটির মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এদিকে বুধবার নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় শিশু সোহানকে। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু তঁারা কিছুতেই মেনে নিতে পারছেননা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।