August 14, 2025, 7:28 am
নাবিলা ওয়ালিজা,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুল হক।
কর্মশালার শুরুতে পরিচয় পর্ব ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন। পরে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্ট্রিগ্রেশন) মাহফুজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, “ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। দেশ ও মানবতার সেবায় তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাঠ পর্যায়ে বিদেশফেরত অভিবাসীদের নিয়ে এভাবে পরিকল্পিত কাজ করা সম্ভব—এটি আমার ধারণার বাইরে ছিল। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”
তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।