মোংলা উপজেলা পানি ক-মিটি গঠন – নূর আলম সভাপতি মনীন্দ্র সম্পাদক

বায়জিদ হোসেন, মোংলাঃ বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘উপজেলা পানি কমিটি’ গঠন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ’র বাস্তবায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় ১৩ আগষ্ট বুধবার সকালে মোংলা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এই পানি কমিটি গঠন করা হয়।
বুধবার সকাল ১১টায় পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক বিলকিস খাতুন। এসময়ে উপজেলা পানি কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন ফিসনেট প্রকল্প ‘উত্তরণ’ এর এডভোকেসি অফিসার মো: মিজানুর রহমান । তিনি বলেন ‘উত্তরণ’ এর পানি কমিটি একটি সামাজিক সংগঠন। ১৯৮০ সালে প্রথম পানি কমিটি গঠিত হয় এবং জলাবদ্ধতা দূর করার আন্দোলন ও সরকারের সাথে পরামর্শ করে আসেছে। তিনি পানি কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি সভায় পানি কমিটির গঠনতন্ত্র উপস্থাপন করেন। এরপর গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়। আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটি হলো- সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট পরিবেশবাদী কর্মী, সাংবাদিক ও মোংলা উপজেলা পরিষদ এর সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ। সহ-সভাপতি- আঃ মালেক হাওলাদার ও শিখা হালদার, সম্পাদক-মনিন্দনাথ রায়, যুগ্ম-সম্পাদক-মিতালী মন্ডল, সাংগঠনিক সম্পাদক-মোঃ নাজমুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ নান্টু গাজী। দপ্তর সম্পাদক-মেহেদী হাসান। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- এ্যড. সার্বভৌম রায়, মোঃ বায়জিদ হোসেন, ওয়াশিংটন হালদার, মিরা রায়, দুলালী সরদার, আঃ রশিদ হাওলাদার, কনিকা মন্ডল, ফাতেমা জান্নাত, ফারজানা খাতুন, অসীমা বিশ্বাস, বৃষ্টি সরকার, মাসুদা আক্তার, ইয়াসমিন বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেুর রহমান কামাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *