August 14, 2025, 7:25 am
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য সবুজ বনায়নের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ রোপণের মাধ্যমে এ সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। শুধু বৃক্ষ রোপণ করলেই হবেনা। রোপনকৃত বৃক্ষগুলো নিজের সন্তানের মত পরিচর্যা করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথাগুলি বলেন। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ১২ আগষ্ট বৃক্ষ রোপণ কমসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপমহাপরিচালক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২৫০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। তিনি বলেন “বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু।” তিনি আরও বলেন, গাছ লাগানো একটি ‘সদকাতুল জারিয়া’ এবং এটি আমাদের মূল্যবান সম্পদ। অক্সিজেন সরবরাহ করে গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখে। মোঃ আব্দুল আউয়াল বলেন, তাই শুধু গাছ লাগালেই হবে না, নিজেদের সন্তানের মতো এর যত্ন ও পরিচর্যা করতে হবে। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ অব্যাহত থাকবে। রংপুর জেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ কমসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, সার্কেল এডজুটেন্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, আনসার ব্যাটালিয়ান সদস্য, উপজেলা কোম্পানি কমান্ডার, উপজেলা প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, সদস্য, সদস্যা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।