গোবিপ্রবিতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও টিচিং অ্যাসিস্ট্যান্ট নি-য়োগের সি-দ্ধান্ত

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে এই ক্যালেন্ডার চূড়ান্ত করতে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সকল বিভাগে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার বেলা ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও ডিনদের অংশগ্রহণে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

সভায় সেশনজট নিরসনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ (১১ আগস্ট) থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে প্রথম সেমিস্টারের ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাস, পরীক্ষা, ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রমের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে।

অন্যদিকে শিক্ষক সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *