August 13, 2025, 8:25 pm
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দার তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের আপন ছোট ভাই ও শহরের মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে। রাজনীতির পাশাপাশি সুজন সিকদার দীর্ঘদিন যাবত ইউএসএইড নামের একটি অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ নিয়েছেন।
পরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।