August 14, 2025, 7:26 am
বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
ইলিশ মাছ—বাংলাদেশের জাতীয় মাছ, দেশের গর্ব। কিন্তু সাধারণ মানুষের জন্য এখন এই গর্ব কেবল গল্পের বইয়ে বা টিভি স্ক্রিনেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। সিজনের সময়ও ইলিশের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছয় মাসে একবারও অনেক পরিবার ইলিশের স্বাদ নিতে পারছে না।
জনগণের অভিযোগ, ইলিশ খৈল, ভুষি বা ফিড খায় না, এর চিকিৎসা খরচ নেই, চাষ করতে শ্রমিকও লাগে না। নদী বা সমুদ্র থেকে জাল ফেলে ধরে আনা হয়—তবুও দাম গরু-ছাগলের মাংস থেকেও অনেক বেশি!
পূর্ববর্তী সময়ে ইলিশ ভারতে পাচারের অভিযোগ ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই সরকার ক্ষমতায় নেই এক বছর, তবুও বাজারে সুলভে ইলিশ মিলছে না।
অনেকের প্রশ্ন—এত সরল ও প্রাকৃতিকভাবে ধরা পড়া মাছের দাম এত বেশি হওয়ার জন্য দায়ী আসলে কে? যদি জাতীয় মাছ হয়েও সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে, তাহলে এর মর্যাদা কি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ?
এমন পরিস্থিতিতে কেউ কেউ হতাশ হয়ে বলছেন ইলিশকে জাতীয় মাছ না রেখে বরং পাঙ্গাশ মাছকে জাতীয় মাছ ঘোষণা করা হোক।”