August 12, 2025, 5:11 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান। আজ ১২ আগষ্ট সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, “একটি গাছ একটি জীবন। প্রতিটি গাছের চারা শুধু আমাদের পরিবেশকেই সবুজ রাখে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” তিনি বাহিনীর সকল সদস্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং লাগানো চারাগুলোর নিয়মিত পরিচর্যার নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানি কমান্ডার মোঃ হামিদুর রহমান, কোম্পানি কমান্ডার তরুণ কুমার ঘোষ এবং ব্যাটালিয়নের সকল পদবির সদস্যবৃন্দ। এই কর্মসূচির আওতায় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।