August 18, 2025, 2:22 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নেছারাবাদের রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গ-ভর্নিংবডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতাকে চিঠি পাঠিয়ে ভ-য়ভীতি দেখিয়ে চাঁদাদা-বি লালমনিরহাটে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভি-যান শুরু : পরিবেশ রক্ষা-য় বৃহৎ উদ্যোগ কক্সবাজার জেলা আনসার বাহিনীর বৃক্ষ রোপণ অভিযান: বাস যোগ্য পৃথিবী গড়ার অ-ঙ্গিকার ময়মনসিংহ সদর এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুল-তে চাই- কামরুল আহসান এমরুল ফুলবাড়িয়ায় প্রায় লা-খ টাকার কারেন্ট জাল পো-ড়াল প্রশাসন মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক স-ম্মেলন সভাপতি শহিদুল হক বাবুল সম্পাদক মেহেদী হাসান ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

পাবনা প্রতিনিধিঃ

চলনবিল রক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে বিকল্প জায়গায় স্থানান্তরের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলনবিল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আমরা চলনবিলের বিনিময়ে বিশ্ববিদ্যালয় চাইবো না। আমাদের প্রাণের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজা দরকার। আমরা যেমন বিশ্ববিদ্যালয়ও চাই তেমনি চলনবিলও চাই। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া নামক স্থানের পরিবর্তে যদি অন্য কোন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, চলনবিলও রক্ষা পাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় পাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চলনবিল রক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। 

চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও বাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পাঠ করেন ডাঃ এস এম আতিকুল আলম। 

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল। চলনবিলের সুবিধাভোগি মানুষের সংখ্যা ১ কোটিরও বেশি। পদামা, আত্রাই, বড়াল, নন্দকূজা, গুমানীসহ সকল নদী, বিল, খাল, ক্যানেল, পুকুরসহ চলনবিলে যে পানির উৎস, এটাই চলনবিলের সৌন্দর্য্য প্রাণ-প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। বিশাল জলরাশির চলনবিলের পানি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র মুখ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া নামক স্থান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই বুড়ি পোতাজিয়াতেই স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বুড়ি পোতাজিয়ার কিছু অংশ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে। গোহালা নদীর উপর একটি ছোট স্লুইসগেট দিয়ে নদীটিকে সংকুচিত করা হয়েছে। পদ্মা, আত্রাই, বড়াল, নন্দকূজাসহ ৪৭টি নদী,র১৬৩টি বিল, ৩০০টির বেশি ক্যানেল ও লক্ষাধিক পুকুরের সমন্বয়ে বিশাল চলনবিলের যে জলরাশি তা প্রবাহিত হওয়ার একমাত্র পতিত মুখে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়,নতাহলে হাজার বর্গকিলোমিটারের চলনবিল জলাবদ্ধতার শিকারসহ নানা রকমের বিপর্যয়ের মুখে পড়বে। উজান থেকে ভাটির দিকে চলনবিলের পানি প্রবাহ কমে গেলে বাঘাবাড়ি নৌবন্দরও সংকটে পড়বে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিভিন্ন সময় চলনবিলে সরকারি, বেসরকারি পর্যায়ের অপরিকল্পিত কর্মকান্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলনবিল অস্তিত্ব সংকটে পড়েছে। এখন যদি বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তাহলে এটি হবে চলনবিল ধ্বংসের সর্বশেষ পেরেক। চলনবিল হয়তো এভাবেই হারিয়ে যাবে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজার দাবি করছি। আমরা বিশ্ববিদ্যালয়ও চাই, চলনবিলও চাই।

সংবাদ সম্মেলনে বলা হয়,নএ বিষয়ে ইতোমধ্যে পরিবেশ উপদেষ্টা,রশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।  

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD