নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দি-বস ২০২৫ উদযাপন

ঝালকাঠিন প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী কুমার মিস্ত্রী,একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল রহমান,যুব উদ্যোক্তা ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোঃ আক্তারুজ্জামান,নলছিটি ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক শাহাদাত ফকিরসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার যুবঋণ বিতরণ করা হয় এবং বায়োগ্যাস প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *