August 12, 2025, 6:17 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে “যুব সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
শলুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুফেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান মিজান সহ পৌরসভা ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
উক্ত সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
অতিথিবৃন্দ বিশ্ব যুব দিবস উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।
প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং বিশ্ব যুব দিবস পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।
মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।