August 12, 2025, 6:18 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ।
এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন দ্বীন ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, প্রোকৌশলী শফিউল আজম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।