শিক্ষার্থীদের হাত ধরেই নবীন বিশ্ববিদ্যালয় ম-হীরুহ হয়ে ওঠে:গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, যেকোনো নবীনতম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত ধরেই একদিন মহীরুহ হয়ে ওঠে। তাই সকল হীনমন্যতা দূরে সরিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে শিক্ষার্থীদেরকে সেই পথ তৈরি করতে হয়।

রোববার (১০ আগস্ট) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরো বলেন, শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *