শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এম নজরুল ইসলাম খানকে পত্রিকাটির
উপ-ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেছেন—এই দায়িত্ব আমার কাছে ইনকামের উৎস নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া একটি ব্রত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও রেজিস্ট্রেশন নং সি-১৮১২৯৮ এর অধীনে প্রকাশিত দৈনিক অপরাধ অনুসন্ধানের নতুন উপ-ব্যবস্থাপনা সম্পাদক এম নজরুল ইসলাম খান বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সম্পাদক মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমার দায়িত্ব সঠিকভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি জানান, শিক্ষকতা তার মূল পেশা হলেও সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অনিয়ম, অশিক্ষা, কুসংস্কার, দায়িত্বহীনতা, দুর্নীতি ও অসততা দেখে বিবেকের তাড়নায় তিনি মাঝে মাঝে লেখালেখি শুরু করেন। পরবর্তীতে কয়েকজন শ্রদ্ধাভাজন সাংবাদিকের অনুপ্রেরণায় এই পেশাকে আরও ভালোবেসে ফেলেন।
নজরুল ইসলাম খান বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ খলিলুর রহমানের প্রতি, যিনি তার শখ ও ভালো লাগাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এবং দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকর্মী, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন।
Leave a Reply