বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অ-ভিযান প-রিচালনা

বানারীপাড়া প্রতিনিধি।।
”পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক” এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন।এসময়ে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ছাত্রনেতা সাব্বির হোসেন,সাংবাদিক মাসুদ হাওলাদার,বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় এডমিন প্রতিনিধি জায়েদ ইরফান সহ স্বেচ্ছাসেবীরা। পরে বিডি ক্লিনের সদস্যদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন।

পরে সংগঠনটির সদস্যরা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

জায়েদ ইরফান বলেন,”আমরা নিজে থেকে স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *