August 10, 2025, 4:47 pm
শেখ তৈয়ব আলী, খুলনা।
৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের অপসারনের দাবিকে ১০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় শাহাপুর এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ মানববন্ধন করেন পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে।
পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান একজন বিতর্কিত শিক্ষক। তার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দলাদলি সৃষ্টির কারণে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে। গাইড ও লেখচার কোম্পানীর নিকট থেকে অর্থ নেওয়া ও তাদের প্রকাশিত বই স্কুলের শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা সরকারি বিদ্যালয়ের বরাদ্দকৃত সরকারি বই পুস্তক বিক্রি করা নিয়ম না মেনে ক্লাশে গড় হাজির থাকা কোমলমতি শিশুদের বাঁশের কঞ্চি দিয়ে প্রহার করে তাদের রক্তাক্ত করা শিশুদের মধ্যে ভয় ভীতিকর পরিস্থিতি তৈরী করা এসকল বিষয়ে তাকে একাধিকবার এলাকাবাসী ও অভিভাবকদের তরফ থেকে সতর্ক করা হলেও সে কারো কথায় কর্ণপাত না করে তিমি নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করছেন। শিক্ষার্থীদের অভিভাবকগন প্রধান শিক্ষকের নিকট কিছু জানতে চাইলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয়। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা এর নিকট প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপসারণের দাবিতে লিখিত বক্তব্য প্রদান ও মানববন্ধন করেন। অভিভাবক সহ এলাকাবাসীর জোর দাবি অনতিবিলম্বে এই লীলাবতী দেওয়ান প্রধান শিক্ষক এর অপসারণ চায়।