August 10, 2025, 4:46 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে রুপলাল ও প্রদ্বীপ আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্তরের স্থানীয মানুষ। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় থেকে দের ঘন্টা ব্যাপী রংপুর সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাশ নিয়ে অবরোধ করেন তারা।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, রাজনৈতিক নেতা সহ উপজেলার সর্বস্তরের মানুষ রুপলালের লাশ রাস্তায় রেখে অবরোধ করে। রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তার না করায় বিক্ষুব্ধ হয়ে রুপলাল দাসের লাশ মহাসড়ক রেখে অবরোধ করেন তারা। এসময় বিএনপি নেতা আহসান হাবীব খান সাবু মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশের উপস্থিতিতে এই হত্যাকান্ড হয়েছে বলে অবরোধ স্থনে পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং পুলিশেরও বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর তারাগঞ্জ উপজেলার ক্যাম্প থেকে সেনা কর্মকর্তা ও সদস্যরা এসে নিহত পরিবারের পক্ষে বিক্ষুব্ধ জনতার দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করে মহা সড়কের অবরোধ ভেঙে যান চলাচল স্বাভাবিক করে ।
উল্লেখ্য যে, গতকাল (৯ আগস্ট) শনিবার চোর সন্দেহে রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপ দাস গণপিটুনিতে নিহত হয়। এ ঘটনার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমান মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, ঘটনাস্থলে এসে দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার, দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার আশ্বাস দেন।