August 10, 2025, 2:19 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সাংবাদিক তুহিনের খু-নিদের গ্রে-প্তার ও ফাঁ-সির দা-বিতে গোপালগঞ্জে মান-ববন্ধন নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উ-দযাপন গাজীপুরের সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে বরিশালে বাবুগঞ্জে মা-নববন্ধন সমিতির মাঠ কর্মির বাড়ি লু-টপাটের অভি-যোগ ইউপি সদস্যের বিরু-দ্ধে দিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরু-দ্ধে মি-থ্যা অ-পপ্রচারের প্র-তিবাদে শিক্ষার্থীদের বিক্ষো-ভ দিনাজপুর জি-য়া হার্ট ফাউন্ডেশন প-রিদর্শন করলেন মোহাঃ সাদিকুল হক ভি-ত্তিহীন অ-পহরন ও ধ-র্ষণ মা-মলা দা-য়ের হও-য়ায় সংবাদ সম্মেলন তুহিন হ-ত্যার  প্র-তিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মা-নববন্ধন পঞ্চগড়ে যুবকের র-হস্যজনক মৃ-ত্যু গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের স-ঙ্গে পৌর প্রশাসক, ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মব সৃষ্টি যেন মানুষের নে-শায় প-রিণত হয়েছে”রুপলাল হ-ত্যাকান্ড তার জ-লজ্যান্ত প্রমাণ

মব সৃষ্টি যেন মানুষের নে-শায় প-রিণত হয়েছে”রুপলাল হ-ত্যাকান্ড তার জ-লজ্যান্ত প্রমাণ

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের নিহত হয়েছে। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ৯টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিদ্বয় হলেন- একজন কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)।
নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিবাহের আলোচনা চলছিল মিঠাপুকুরের শ্যামপুরে। আজ রোববার বিবাহের দিন-খন ঠিক করার কথা ছিল। বিবাহর বিষয়ে আলোচনার জন্য প্রদীপ দাস নিজের ভ্যান চালিয়ে রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে আসার পথে সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় পৌঁছালে পথ ভুল হয়েছে ভেবে রুপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে রিকশায় চড়ে ঘনিরামপুর গ্রামের পথে রওনা হন।
স্থানীয়দের দাবি, চোর হলেও কি মানুষকে পিটিয়ে মারা যায়? নিহত রুপলাল ছিলেন অতি সরল মানুষ, তারাগঞ্জ বাজারে মুচির কাজ করত। আজ তার মেয়ে নুপুরের বিবাহের দিনধার্য করার কথা। চোর সন্দেহে এভাবে দুইজন মানুষকে মেরে ফেলার ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। রুপলালের বৃদ্ধ মা সহ তাঁর দুই মেয়ে এক ছেলে এবং নিহত প্রদ্বীবের অসহায় স্ত্রী সহ পলাশী, দুলাল, আপন নামে তিন সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী রুপলালের মৃত্যুতে পরিবারটি আজ দিশেহারা। চোর হলেও কি তাঁদের পিটিয়ে মারা যায়? নিহতদ্বয়ের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।
ভাগিন জামাই সহ রাত আনুমানিক ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে তাঁদেরকে ভ্যান চোর সন্দেহে কয়েকজন আটক করেন এবং প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন। বোতল সিপি খুললে ভেতরে থাকা তরলের গন্ধে অসুস্থ হয় বুড়িরহাটের মেহেদী হাসান ও পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন। এতে লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। পরে অজ্ঞান পার্টি ভেবে তাঁদের মারধর শুরু করেন। মারতে মারতে তাঁদেরকে বটতলা থেকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে আসে। খবর পেয়ে রাত ১১টায় পুলিশ তাঁদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বব্যরত ডা. রূপলাল দাসকে মৃত. ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে তিনিও মারা যান।
সোশ্যাল মিডিয়া (ফেসবুকে) একটি ভিডিওতে দেখা যায় রুপলাল বারবার আকৃতি জানাচ্ছে আমাকে পুলিশের হাতে দিন আমি চোর না আগামীকাল আমার মেয়ের বিয়ে।

স্থানীয়রা বলছেন, রুপলাল খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন,হত্যা যেন মানুষের নেশায় পরিণত হয়েছে , বুড়িরহাটের রুপলাল হত্যাকাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ, তারাগঞ্জ বাজারে মানুষের জুতা সেলাই করে চলতেো তার সংসার, মব সৃষ্টি করে ওই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, অজ্ঞানপার্টি সন্দেহে গণপিটুনির শিকার হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বস্তা উদ্ধার করা হয়েছে। বোতলে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ আছে, পরীক্ষা-নিরিক্ষা করার পর বোঝা যাবে সেগুলো আসলে কি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD