August 10, 2025, 2:23 pm
কে এম সোয়েব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি ঃ গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের সঙ্গে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র মতবিনিময় সভা গতকাল সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদী বাসষ্টান্ডের অবৈধ উচ্ছেদ, ফুটপাত নির্মানসহ ব্যবসায়ী সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। গৌরনদী বাসষ্টান্ডের শোভাবর্ধনে প্রশাসন ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ব্যবসায়ী মোঃ ফরিদ হোসেন মিয়া, ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ টুটুল শরীফ । ব্যবসায়ীরা প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
ছবিসহ
গৌরনদীতে কিশোর কবি সুকান্ত ভট্রাচার্যের জন্ম-মৃত্যু ও কবিতা
মালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে রোববার বিকেলে কবি কিশোর সুকান্ত ভট্রাচার্যের জন্ম-মৃত্যু ও কবিতা মালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইস্যলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোস দাস। বিশেষ অতিথি ছিলেন কবি মহাদেব বসু, কবি অধ্যাপক আব্দুল হাকিম, নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, কবি মোঃ শাহ আলম, প্রমথ সরকার, কবি রত্ব রেজাউল করিম, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাধারন সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বশ্বিাস।
ছবিসহ
ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি
অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে রোববার আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়।
আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল হাকিম, সাংবাদিক সোলায়মান তুহিন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ বেনজীর বুশরা, কাউন্সিলর ছিলেন সিগ্ধা গোলদার, শামীমা ফেরদৌস, বৃষ্টি মন্ডল। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মাস অন্তর এ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এবারের ক্যম্প ২৬২ জনরোগীকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৬৯ জন ছানি ও ৮ জন নেত্রনালী রোগীকে বিনামূল্যে অপারেশন করানো হয়। ১৮৫ জনকে বিনামূল্যে অষুধ বিতরন করা হয়।