August 10, 2025, 4:54 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য শিক্ষার্থীদের ৫৩ সদস্য বিশিষ্ট নতুন যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করা হয়েছে। যেখানে চীফ এডভাইজার হিসাবে দায়িত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং যুব রেড ক্রিসেন্ট শিক্ষক ইন-চার্জ হিসাবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান।
নবগঠিত কমিটির নেতৃত্বে আছেন সজিব শেখ (টিম লিডার), রাব্বি খা (ডেপুটি লিডার-১) এবং নিতু মনি (ডেপুটি লিডার-২)। কার্যক্রমের সুচারু ও কার্যকর বাস্তবায়নের জন্য সদস্যদের ৫টি বিশেষায়িত দলে ভাগ করা হয়েছে।
প্রতিটি দলে একজন করে সাব-টিম লিডার ও দুইজন করে সাব-ডেপুটি টিম লিডার সহ সদস্যরা কলেজ ও স্থানীয় পর্যায়ে মানবিক সেবা, প্রাথমিক চিকিৎসা সেবা, রক্তদান, সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এই কমিটির মাধ্যমে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা মানবিক কার্যক্রমে আরও সু-সংগঠিত হয়ে সমাজের প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনে সাফল্য অর্জন করবে এবং মানবতার সেবায় শিক্ষার্থীদের উৎসাহিত করে গোপালগঞ্জ তথা দেশের সমাজ উন্নয়নে এক অনন্য অবদান রাখবে এমনটি প্রত্যাশা সকলের।।