August 10, 2025, 2:28 pm
মহিউদ্দিন খান রানা,
বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি ॥ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজ রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বিমানবন্দর প্রেসক্লাব ও বাবুগঞ্জ প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং সচেতন সুনাগরিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বন্ধে দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে। তারা তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিক জীবনের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।