August 8, 2025, 7:11 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক শরিয়ত উল্লাহ মিয়া(৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ জুলাই শুক্রবার বিকেলে আসরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে নিজ বাড়ী যাওয়ার পথে, ফেনী- নোয়াখালী মহাসড়কের কল্যান্দী বাজারে একটি দ্রুতগতির মোটরসাইকেল এক্সিডেন্টে তিনি গুরুতর আহত হন, এসময় স্থানীয়রা উদ্ধার করে দাগনভুঞার একটি বেসরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আগামীকাল সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ী সেনবাগের ৬ নং কাবিলপুর ইউনিয়নের কল্যান্দি বাজার সংলগ্ন, উত্তর সাহাপুর আতরআলী মিয়া বাড়ির
দরজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্লাহ মিয়া ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ বারের নির্বাচিত সদস্য ছিলেন,উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা হিসেবে দক্ষতা ও সুনামের সহিত ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।