August 9, 2025, 8:02 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক শরিয়ত উল্লাহ মিয়ার( ৭৬) দাফন সম্পন্ন হয়েছে। ৯ জুলাই শনিবার ১১টায় মরহুমের নিজ বাড়ীর সামনে সেনবাগ উপজেলা কমিশনার (ভুমি)জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের পক্ষ হতে গার্ড অব ওনার প্রদান সহ সকল আনুষ্ঠানিকতা শেষে জানাজা সম্পন্ন করে তাকে কল্যান্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, মোহাম্মদ পুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, বর্তমান প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহ: প্রধান শিক্ষক আবু তাহের সেলিম, ৬নং কাবিল পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গন,পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা,গণমাধ্যম কর্মী সহ প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্লাহ মিয়া ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ বারের নির্বাচিত সদস্য ছিলেন,উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা হিসেবে দক্ষতা ও সুনামের সহিত ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।কল্যান্দী বাজার কমিটির সভাপতি, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছিলেন। তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।