August 9, 2025, 7:49 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বগুড়ায় বেডো’র বা-জেট ও পরিক-ল্পনা বিষয়ক কর্মী সম্মেলন: উন্নয়-নের নতুন দি-গন্তের সূচনা তুহিনের হ-ত্যাকারীদের ফাঁ-সির দাবিতে প্র-তিবাদ স-মাবেশ দালালের মাধ্যমে ভারতে অনুপ্র-বেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আ-টক প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার অফিস উদ্ধোধন   সেনবাগে সড়ক দু-র্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যাহ মিয়ার ই-ন্তেকাল গোপালগঞ্জ জামায়াতের জুলাই গ-ণঅভ্যুত্থান পর-বর্তী সময়ে আমাদের করণীয় আলোচনা সভা চট্টগ্রামে বাগেরহাটবাসীর সর-ব প্র-তিবাদ: ৪ আসনের দা-বিতে মানববন্ধন খেলাধূলাকে উৎসাহ দিয়ে সুস্থ, সবল দেশ গঠনের মাধ্যমে অ-ভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে – বক্তারা নড়াইলে পুকুর থেকে ভা-সমান অ-বস্থায় ম-রদেহ উ-দ্ধার করেছে পুলিশ পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ২০২৬ সালের জুনে
বগুড়ায় বেডো’র বা-জেট ও পরিক-ল্পনা বিষয়ক কর্মী সম্মেলন: উন্নয়-নের নতুন দি-গন্তের সূচনা

বগুড়ায় বেডো’র বা-জেট ও পরিক-ল্পনা বিষয়ক কর্মী সম্মেলন: উন্নয়-নের নতুন দি-গন্তের সূচনা

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :

বগুড়া: দেশের শীর্ষ স্থানীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) বার্ষিক বাজেট ও পরিকল্পনা বিষয়ক কর্মী সম্মেলন ৮ আগস্ট বগুড়ার হিরাঝিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক ড. তাসনিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেডো’র সাধারণ পরিষদ সদস্য সৈয়দা খানম। সম্মেলনটি সংস্থার আগামী এক বছরের কর্মপন্থা নির্ধারণ এবং কর্মীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সায়েদা খানম বেডো’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বেডো যেভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বেডো’র বাজেট ও পরিকল্পনাকে বাস্তবসম্মত এবং টেকসই মনে করি। বিশেষ করে, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তাদের যে পরিকল্পনা, তা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, উন্নয়নের মূল চাবিকাঠি হলো অন্তর্ভুক্তি, যা বেডো তাদের সকল কার্যক্রমে প্রাধান্য দিচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বেডো’র পরিচালক (কার্যক্রম) মোঃ আতাউর রহমান বলেন, “বেডো সরকারের সহযোগী হিসেবে কাজ করছে এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তাদের অংশগ্রহণ সরকারের কাজকে আরও সহজ করে তুলেছে।” তিনি আশা প্রকাশ করেন, বেডো’র নতুন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা প্রত্যেকেই উন্নয়নের সৈনিক। আপনাদের পরিশ্রম ও নিষ্ঠাই এই সংস্থার সাফল্যের মূল ভিত্তি।”

বাজেট ও পরিকল্পনার বিস্তারিত

সম্মেলনে উপস্থাপন করা বাজেট ও পরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ, জৈব সার উৎপাদন এবং বাজারজাতকরণে সহায়তা করা, গ্রামীণ এলাকায় শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর আধুনিকীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা এবং তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা। সম্মেলনে উপস্থিত কর্মীরা নতুন বাজেট ও পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বাস্তবসম্মত ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই নতুন লক্ষ্যমাত্রা তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। বেডো’র উপপরিচালক (হিসাব ও অর্থ) রায়হান হোসেন এবং আদমদীঘি এলাকা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও সম্মেলনে বক্তব্য দেন। বেডো এনজিওর এই নতুন বাজেট ও পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে সকল শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক, সিও, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD