August 9, 2025, 5:16 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
অ-সুস্থ বিএনপি নেতার শ-য্যপাশে মতিন সুজানগরে সংবাদ স-ম্মেলনে বিএনপি নেতা মজিবর খাঁসহ ৭ নেতাকর্মীর বহি-ষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বি শীর্ষ সন্ত্রা-সী জলি-ল আদালত থেকে জা-মিনে এসে আবারও করছে বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড গাজীপুরে চাঁ-দাবাজি ব-ন্ধ ও সাংবাদিক হ-ত্যাকারীদের গ্রে-ফতার করতে হবে নতুন ভবনগুলো-বাসা বাড়িতে তিতাস গ্যাসের অবৈ-ধ সংযো-গে কো-টি টাকা রা-জস্ব হা-রাচ্ছে স-রকার গোদাগাড়ীর রাজবাড়িহাটে দু-গ্ধ ও গ-বাদি উন্ন-য়ন খা-মারে আওয়ামী সি-ন্ডিকেট এখনও ব-হালতবিয়াতে গোদাগাড়ীতে বরবটি চাষে কষকদের বাজিমাত। দুই ফসলী জমি তিন ফসলী জমিতে পরিনত নেছারাবাদে গাছ কা-টতে গিয়ে বিদ্যুৎতা-য়ীত হয়ে আব্দুর রহিম নামে এক ব্যাক্তির মৃ-ত্যু আহ-ত ১জন মহেশপুর সীমান্ত দিয়ে ভা-রতে পা-লানোর সময় দিপু মনির ভাগ্নে গ্রে-ফতার সাংবাদিক তুহিন হ-ত্যায় জ-ড়িতদের বিরু-দ্ধে স-র্বোচ্চ ব্য-বস্থা ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
তারাগঞ্জ উপজেলা বিএনপির ভোটে নির্বাচিত হলেন যারা

তারাগঞ্জ উপজেলা বিএনপির ভোটে নির্বাচিত হলেন যারা

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ আগস্ট) উপজেলা বিএনপির আয়োজনে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মেলন শেষে বিকেল ৪টায় ভোট অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মাকদুম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সদস্য লিটন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনের আলোচনা শেষে সভাপতি, সা. সম্পাদক, সাংগঠনিক মোট ৩টি পদে ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. সিরাজুল ইসলাম ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাকদুম আলম ১৪৮ এবং মো. মতিয়ার রহমান পায় ২২ ভোট।
সাধরণ সম্পাদক পদে দুইজনের প্রতিদ্বন্দ্বিতায় মেহেদী হাসান সিপু ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া ভোট পায় ১১৬।
সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুবার রহমান চৌধুরী- ২১৮ পেয়ে ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. কোবায়েত হোসেন ১৯০ এবং মো. সানাউল্লাহ সরকার- ১৫৫ ভোট পায়। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন।
এছাড়াও সিনিয়র সহ. সভাপতি- রফিকুল ইসলাম মন্ডল, সহ. সভাপতি- মো. তফছির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান মিঠু এবং মো. রহমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD