August 9, 2025, 5:16 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ আগস্ট) উপজেলা বিএনপির আয়োজনে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মেলন শেষে বিকেল ৪টায় ভোট অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মাকদুম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সদস্য লিটন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনের আলোচনা শেষে সভাপতি, সা. সম্পাদক, সাংগঠনিক মোট ৩টি পদে ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. সিরাজুল ইসলাম ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাকদুম আলম ১৪৮ এবং মো. মতিয়ার রহমান পায় ২২ ভোট।
সাধরণ সম্পাদক পদে দুইজনের প্রতিদ্বন্দ্বিতায় মেহেদী হাসান সিপু ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া ভোট পায় ১১৬।
সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুবার রহমান চৌধুরী- ২১৮ পেয়ে ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. কোবায়েত হোসেন ১৯০ এবং মো. সানাউল্লাহ সরকার- ১৫৫ ভোট পায়। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন।
এছাড়াও সিনিয়র সহ. সভাপতি- রফিকুল ইসলাম মন্ডল, সহ. সভাপতি- মো. তফছির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান মিঠু এবং মো. রহমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।