August 7, 2025, 5:57 pm
এম এ আলীম রিপন, সুজানগর: পাবনার সুজানগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি গিয়ে ও খামারে গিয়ে বিনামূল্যে ক্ষুরা রোগ (এফ এম ডি) টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় ক্ষুরারোগের টিকাদানের এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু রেজা তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, উপজেলা ভেটরিনারি সার্জন ডাক্তার মো. নুর নবী হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বর্ষাকালে প্রতি বছরই খুরা রোগ (এফ এম ডি) প্রকোপ বাড়ে। এতে গরু মহিষের মালিক ও খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির হাত থেকে মালিক ও খামারিদের রক্ষা করতে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু রেজা তালুকদার জানান,উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভাতে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খুরা রোগের টিকা প্রদান কার্যক্রম চলবে । চার বছরের উপরের বয়সের গরু ও ছয় মাসের কম গর্ভবতী গাভীকে এই টিকা প্রদান করা যাবে। প্রত্যেকটি গরু মহিষকে ছয় মাস পরপর দুই বছরে চারবার এই ক্ষুরারোগের টিকা দেওয়া যাবে বলেও জানান তিনি ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।