August 7, 2025, 5:57 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
কৃষি দেশের অর্থনীতির প্রাণ। কৃষকদের মেরুদন্ড ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছেন এক শ্রেণীর অবৈধ ভেজাল সার ও কীটনাশক ব্যবসায়ী। এ চক্রটি রাজশাহী গোদাগাড়ী উপজেলার বসন্তপুর ধাতমা এলাকায় দীর্ঘদিন হতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ তারপর বটবৃক্ষ হয়েছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এ শক্তিশালী চক্রটিকে ধরা জন্য ৭ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করেন প্রায় ৩ হাজার ৫শ ৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে মেসার্স সারমিন ট্রেডার্স মালিক রমজান আলীকে আটক করেন।
অবৈধ ভেজাল সার বিক্রয় ও মজুদের দায়ে একজন অবৈধ সার ও কীটনাশক ব্যবসায়ী মো:রমজান আলী (৩১) কে ১লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
প্রদান করা হয়েছে।
কয়েকজন ভুক্তভোগী কৃষক জানান, এ অবৈধ ভেজাল সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে
কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে হবে যেন
আর কোন কষককে প্রতারণার স্বীকার হতে না হয়। ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে সারা বছর কান্না করতে না হয় পথে বসতে না হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রি করে এ সব অবৈধ অসৎ ব্যবসায়ী কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছেন। কষকদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। এ ধরনের অভিযান অব্যাহতভাবে চলবে। জব্দকৃত ভেজাল সার নষ্ট করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।