August 10, 2025, 2:11 am
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্কেটের মোট ২৪টি দোকান ঘর হঠাৎ তালাবদ্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন দীর্ঘদিনের ভাড়াটিয়া ব্যবসায়ীরা। প্রায় ২২-২৩ বছর ধরে নিয়মিতভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসা এসব ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সম্প্রতি একদল লোক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে তাদের গালাগালি ও হুমকি দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়।
দোকান ব্যবসায়ীদের দাবি, দোকান ঘর বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর অবস্থার মধ্যে দিন পার করছেন। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা। দোকানে রক্ষিত মূল্যবান পণ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে ভাড়াটিয়া ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে তারা দোকান ঘর খুলে দিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীরা বলেন, “আমরা ছোট ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করি। হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় আমাদের আয় বন্ধ হয়ে গেছে। দোকানে রাখা মালামালও নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত দোকান খুলে না দিলে আমরা পথে বসে যাব।”
এ বিষয়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, “আমি গত ২৪ মার্চ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেছি। বর্তমানে মামলাটি বিচারাধীন। এখন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সেটি আদালতই নেবে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিম বলেন “আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, যেন দোকানগুলো খোলার ব্যবস্থা নেওয়া হয়। দোকানগুলো খোলা থাকুক। আদালতের রায় যাঁর পক্ষে যাবে, তিনি তখন পূর্বের বকেয়া ভাড়াও পেয়ে যাবেন—এটাই আমরা চাই।”