August 7, 2025, 5:05 pm
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী “বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চ বিদ্যালয়ে” অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে আয়োজিত এ মতবিনিময়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী “এ্যাডভোকেট আজমল হোসেন সরদার। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে –
১. শিক্ষার্থীর শতভাগ পাশ নিশ্চিত করা
২.শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা।
৩.পাঠদানের উপর বিশেষ গুরুত্ব প্রদান
৪.মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা।
৫. দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান তৈরি করা।
এছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং বলাকইড় গ্রামের সর্বস্তরের মানুষের সন্তান, সুন্দরভাবে পড়াশোনা করার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগন উৎফুল্লতার সাথে তার দেওয়া বক্তব্য সাদরে গ্রহণ করেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।