August 10, 2025, 2:53 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালি এলাকায় ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে ৭টি পাসপোর্ট, প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট ২০২৫ইং) সন্ধ্যার দিকে ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলামের বাড়িটিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির লোকজন বাহিরে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ দিকের গেটের তালা ভেঙে প্রবেশ করে ঘরের ভিতরে ডুকে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
চোরেরা ঘরের আলমারি ও লকার ভেঙে ৭টি পাসপোর্ট ও প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা চুরির ঘটনা দেখতে পান সন্ধ্যার পর। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ডিজিটাল প্রযুক্তি বযবহার করে দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করাসহ তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রবাসীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এলাকাবাসী জানায়।
ভুক্তভোগী ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, আমাদের বাড়িতে চুরি হয়েছে ৭টি পাসপোর্ট, ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫ হাজার ইউরো, ৫ লাখ টাকা, একটি মোবাইলসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে গেছে চোরেরা।