August 6, 2025, 4:50 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৯ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে দেয়াল ও সড়কঘাট।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাকদুম, চেয়ার প্রতীক নিয়ে মতিয়ার রহমান এবং ছাতা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম কিবরিয়া (ফুটবল প্রতীক) ও মো: মেহেদী হাসান শিপু (চশমা প্রতীক)।
এছাড়াও সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে কে হচ্ছেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী-সমর্থকেরা।
প্রত্যেক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।