August 5, 2025, 7:50 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের কা-রবার ও দে-হব্যবসা ফি-টিংবা-জদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি ১২জনকে আ-টক বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ তিতাস গ্যা-সের অ-বৈধ সংযোগ বি-চ্ছিন্ন অ-ভিযানেও অতিরিক্ত চু-লা ব-ন্ধ করতে ব্য-র্থ ক-র্মকর্তারা স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা সলঙ্গায় জুলাই বিপ্ল-বে শহী-দদের স্ম-রণে দোয়া গ-ণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে জামায়াতের বিশাল গ-ণমিছিল স্বৈ-রাচারী হা-সিনার পত-নের বর্ষপূতি উপলক্ষ্যে সুজানগরে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বিশাল বিজয় মি-ছিল সুজানগরে বিএনপির উদ্যোগে বি-শাল বিজয় মিছি-ল শাজাহানপুরে রা-জনীতিতে এক নিবেদিত প্রা-ণ মোঃ আরমান মন্ডল রামগড়ে বিজ-য় র‍্যালি”তারুণ্যের প্রথম ভোট ধা-নের শীষের পক্ষে
স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা

স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা

হেলাল শেখ ঃ বাংলাদেশে দীর্ঘ কয়েক বছর পর আবারও ভয়ংকর চরমপন্থী
সন্ত্রাস বাহিনী সক্রিয় হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ ও অপরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিও আশঙ্কা রয়েছে।
গতকাল বুধবার জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এইসব কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীসহ যুবকদে
র হাতে বিভিন্ন অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কিছু সন্ত্রাসীদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করলেও অপরাধমূলক কর্মকান্ড কমছে না। অনেকেই ধারণা করছেন যে, চরমপন্থী বাহিনীর অনেকেই সক্রিয় হচ্ছে আবারও। অনেকই অভিমত প্রকাশ করেন যে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে নিহত হয় চরমপন্থী বাহিনীর সদস্যরা, এতে অনেকটা সন্ত্রাসী কর্মকান্ড কমেছিলো। সেই সাথে সাধারণ মানুষের উপর অত্যাচার ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড (ক্রাইম) কমে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও কিছু সংবাদ কর্মীদের বিরুদ্ধে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোসহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
সূত্র জানায়, ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় মাঝে মধ্যে মানুষের কিছু অপরিচিত মুখ দেখা যায়, ধারণা করা হচ্ছে, হত্যা ও অস্ত্র মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে আশুলিয়াসহ আশপাশের এলাকায় নিরাপদ আস্তানা করে তাদের বাহিনীকে সক্রিয় করে তুলছে। সূত্র জানায়, এদের অনেকেই পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাটের বাসিন্দা পরিচয়দানকারী। এইসব লোকজন শহরে এসেই কেউ কেউ শুরুতে অটোরিক্সা চালায়, এরপর অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পাবনা জেলা শহরের অনন্ত বাজার এলাকায় এর আগে একদিন সন্ধ্যার দিকে মোঃ বকুল শেখ (৪৩) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবর্ৃত্তরা। তিনি পাবনা জেলা সদরের দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি’র) ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, তিনি দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। অনেকেই ধারণা করছেন, এই হত্যাকান্ডটি চরমপন্থী সর্বহারা সন্ত্রাস বাহিনীর দুবর্ৃত্তরা করতে পারে। পুলিশের দাবি-এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পাবনা সদর থারার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, হত্যাকারী যেইহোক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সুত্র জানায়, আমিনপুর থানার ‘রক্তাক্ত জনপদখ্যাত ক্রাইম জোন এলাকার ঢালার চরের আতিয়ার সরদারের সাথে অপরাধমূলক কর্মকান্ডে রূপপুর এলাকার অনেকেই জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানায়। এই সন্ত্রাস বাহিনীর ক্যাডাররা দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিচয়ে অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। তারা রিক্সা ভ্যান চুরি থেকে শুরু করে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। জানা গেছে, এর আগে পাবনার আমিনপুর থানার ঢালার চরের আতিয়ার সরদার (২৮) নামের নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক ক্যাডারকে গুলি করে হত্যা করেছে দুবর্ৃত্তরা। গত (৫ নভেম্বর ২০২০ইং) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢালারচর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার চর দুর্গাপুর গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলো বলে গণমাধ্যমকে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় আতিয়ার দুর্গাপুর বাজারে যাচ্ছিলেন, এমন সময় ৫-৬জন মুখোশধারী সন্ত্রাসী দুবর্ৃত্তরা আতিয়ারের উপর গুলি চালায়, এসময় ঘটনাস্থলেই সে মারা যায় বলে এলাকাবাসী জানায়। পুলিশের দাবি-আতিয়ার সর্বহারা দলের সক্রিয় ক্যাডার ছিলো, তার নামে হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনার ২মাস আগে সে আদালত থেকে মামলার জামিন পেয়ে বাড়িতে আসে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।ওই ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ও চরমপন্থী বাহিনীর অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। জমি দখল, জুট ব্যবসা দখলসহ বিভিন্ন বিষয়ে সংঘর্ষ হলেই দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও বিদেশি পিস্তল দিয়ে গুলাগুলি ও হত্যার চেষ্টা ও হত্যার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে যেসকল চরমপন্থী লিডাররা পুলিশ ও র‍্যাব কতর্ৃক বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, তাদের সহযোদ্ধা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা আবারও সক্রিয় হয়ে দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে। আশুলিয়ায় প্রায়ই মানুষের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ, অথচ বেশিরভাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা এসব জানা কঠিন। এ ব্যাপারে পুলিশ ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।##

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD