August 6, 2025, 2:05 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বিগত সময়ে আওয়ামী লীগের হাতে দেশ জি-ম্মি ছিল – ডাঃ এ জেড এম জাহিদ বরগুনার তালতলীতে আরএসডিও পা-ল্টে দিয়েছে নারী পুরুষের ভা-গ্য জুলাই গ-ণঅভ্যুত্থানের ব-র্ষপূর্তিতে মুরাদনগর উপজেলা বিএনপির বিজয় র‌্যালি মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্র-ত্যাশী বদরুল আলম হিরো  রাজশাহী সড়ক ভবনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পাবনার নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক অনুষ্ঠিত মোরেলগঞ্জে জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস পালিত ছাত্রজনতার গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঝালকাঠির নলছিটিতে বিএনপি’র বি-জয় র‍্যালি  থানচিতে ক্যচুপাড়া বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ৩৮ বিজিবি জুলাই গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির নেতা আ: করিম সরকারের মিছিলে জ-নতার ঢল জুলাই গ-ণঅভ্যুত্থানের বিজয় মিছিলের নে-তৃত্বে অধ্যক্ষ মোহাঃ সিরাজ
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বি-কল্প নেই- বিভাগীয় কমিশনার

শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বি-কল্প নেই- বিভাগীয় কমিশনার

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেছেন-শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আয়োজন করতে হবে। সুস্থ, সবল ও দক্ষ প্রজন্ম গঠনে খেলাধুলা ও শরীর চর্চার কোনো বিকল্প নেই। তিনি বলেন-খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও শৃঙ্খলাবোধের মতো গুণাবলী বিকশিত হয়।

বুধবার (৬ আগষ্ট) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও ক্রীড়া কিডা সামগ্রী বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ করে দিলে এতে শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবন ধারণে সহায়ক হয় জানিয়ে তিনি আরও বলেন-
জীবনকে বিকশিত ও আলোকিত করতে হলে অবশ্যই আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর ক্রীড়া ও শরীর চর্চা মানসিক বিকাশ, প্রশান্তি ও চিত্ত শুদ্ধির অন্যতম উপাদান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,কৃষি অফিসার জোবায়রা বেগম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ড.ফারজানা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালি ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক
আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আইসিটি কর্মকর্তা ও কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হাবিবুল্লাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন বলেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ বণ্টনে প্রবল বাঁধা ছিল। চাইলেও সুষ্ঠু বণ্টন করা যেত না। তবে এখন থেকে প্রতিটি উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হবে

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন হতো না। সবকিছু ছিল অস্পষ্ট। কিন্তু এখন প্রতিটি সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বণ্টন হচ্ছে। এটি আমাদের জন‍্য একটি পজেটিভ বার্তা।
এ সময় বিভাগীয় কমিশনার সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু বণ্টনের জন‍্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনকে স্বাগত জানিয়ে তাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

স্বাগত বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স বলেন-খেলাধুলা মানসিক সু-প্রবৃত্তির প্রবৃদ্ধি এবং কু-প্রবৃত্তির হ্রাস ঘটায়। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানসিক বিকাশ ঘটায়, ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে এবং মানবিক আচার-আচরণের অনুশীলন ঘটায়। নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী, তরুণ ও যুব সমাজের পরিপূর্ণ মানসিক বিকাশ সম্ভবপর হয়ে ওঠে; এ কারণে ক্রীড়া ও শরীর চর্চাকেও অন্যান্য অপরিহার্য বিষয়ের সাথে সমান গুরুত্ব দিয়েছে উপজেলা প্রশাসন। ইউএনও মো. আরিফুল ইসলামের প্রিন্স বলেন, এডিপির অর্থায়নে সংশ্লিষ্ট সকল নীতিমালা মেনে এই বরাদ্দ সুষ্ঠু বণ্টন করা হয়েছে। আমরা চাই সরকারি অর্থের স‍ৎ ব‍্যবহার।

এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন বরাদ্দ চাহিদার চেয়েও অনেক অপ্রতুল। বিগত এক যুগের অধিক সময় ধরে এই বরাদ্দের কোনো পার্থক্য হচ্ছে না। আশা করছি বতর্মান প্রশাসন এই বরাদ্দ বাড়ানোর জন‍্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স
জানান-চলতি অর্থ বছরে উপজেলার ৪০টি মাধ‍্যমিক এবং ৮টি প্রাথমিক বিদ‍্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পৃথক আয়োজনের মধ‍্যদিয়ে উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথি পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসাবে উপজেলা প্রশাসন চত্বরে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD