August 6, 2025, 2:05 pm
পাবনা প্রতিনিধিঃ
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সড়ক ভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং পাবনার নির্বাহী প্রকৌশলী এম. আজিজ-এর সাথে পাবনার চাটমোহরের হান্ডিয়াল সড়কের পুন:নির্মান কাজ সমাপ্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে, এম, আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভাষক মো. আবু তালেব, প্রভাষক মো. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি এবং বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহম্মেদ খন্দকার।
এ সময় রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পাবনার নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি, গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন সংবাদের কাটিং সম্বলিত নথি (বাইন্ডিং বুক) হস্তান্তর করা হয়।
বৈঠকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন সড়কটিতে পূর্বে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারের অবহেলার কারণে জনদূর্ভোগের কথা স্বীকার করেন। তিনি জানান, আমি নিজে ঐ সড়ক পরিদর্শন করেছি। ঠিকাদারের কার্যক্রম সত্যিই দুঃখজনক।
তিনি আরো বলেন, আগস্ট মাসের মধ্যে পূর্বের ঠিকাদার বাতিল করে দরপত্র প্রকাশের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগের ব্যবস্থা করা হবে। আশারাখি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ঐ সড়ক পুন:নির্মান কাজ শুরু করতে পারবো। এছাড়াও তিনি বৈঠকে উপস্থিত সওজ’র পাবনা নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘবে জারদিস মোড় থেকে মান্নাননগর মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়ক পুন:নির্মান কাজ দ্রুত শেষ করার দাবীতে সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর আহবানে গত (২ আগস্ট) শনিবার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যম্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক জুড়ে একযোগে মানববন্ধন এবং গণস্বাক্ষর কার্যক্রম চলে। স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-ব্যবসায়ী, পরিবহণ মালিক-চালক, কৃষক-কৃষাণি, পথচারী সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন ও গণস্বাক্ষরে অংশ নেন।
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা।।