মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্র-ত্যাশী বদরুল আলম হিরো 

জিল্লুর রহমান,
মাগুরা প্রতিনিধি। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো। এছাড়াও তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনবারের আমলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির দুইবারের নির্বাচিত সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আর ওই সম্ভাব্য প্রার্থীদের একজন বদরুল আলম হিরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। 

মাগুরা-১ আসন জাতীয় সংসদের ৯১ নং আসন। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত। যেখানে মোট ভোটার ৪ লাখ ৪’শ ৯১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৮’শ ৬৩ জন এবং নারী ভোটার ১ লাখ  ৯৯ হাজার ৬’শ ২৬ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। 

বদরুল আলম হিরো বলেন, দীর্ঘ ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  রাজনীতির সাথে জড়িত আছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছি। একের পর এক রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়েছি। বেশ কয়েকবার কারাবরণ করেছি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষের প্রার্থী হতে মাঠে নেমেছি। আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে সঠিক মূল্যায়ন করবে এবং মনোনয়ন দেবে বলে আশা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *