বরগুনার তালতলীতে আরএসডিও পা-ল্টে দিয়েছে নারী পুরুষের ভা-গ্য

তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা(আরএসডিও)পাল্টে দিয়েছে এলাকার নারী পুরুষের ভাগ্য। সংস্থাটি ২০০৮ ইং সালে সমাজ সেবা অধিদপ্তর, বরগুনা থেকে নিবন্ধন লাভ করেন, তখন থেকেই সংস্থাটি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন। সংস্থাটি স্থানীয়,সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় ঘূর্নিঝড় সিডরের সময় ত্রানের কার্যক্রম, আইজিএ, ঘরবাড়ী নির্মান, রাস্তাঘাট সংস্কার,ভূমি সংক্রান্ত বিষয় উপর প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ,সচেতনতা মূলক কার্যক্রম, আইনী সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার নির্বাহী পরিচালক মিঃ মংচিন থান জানান, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে টার্গেট করে এ সংস্থা এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করেন। গত তিন বছরে সুন্দরবন কোয়ালিশন এর মাধ্যমে নিশানবাড়িয়া ইউনিয়নে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ঘূর্ণিঝড় রিমেল ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে ৭৮ জনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে , জীবন জীবিকা সহায়তা (আইজিএ) ৪৫ জনকে, রাস্তা স্কীম ৫টি, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার ৯টি, ক্রেস/লাঠি ৩টি, স্যানিটারী লেট্টিন ১৪ টি, জেলেদের লাইভ জ্যাকেট ৫০টি, জেলেদের সম্মিলিত ট্রলার ২টি, পুকুর খনন ৪টি, কৃষকদের বীজ ভান্ডার ১টি, রাখাইন ট্রেডিশনাল আশ্রয় কেন্দ্র ১টি, গভীর নলকূপ ৬টি, রাখাইনদের মাতৃভাষা শিক্ষা কেন্দ্র পুনঃ নির্মান ১টি, জেলেদের বিশ্রামাগার ১টি, বেরী বাধ ১টি, জেলেদের লাইট হাউস ১টি, দূযোর্গের তথ্য সম্বলিত বিলবোর্ড ১টি, ক্যাম্পেইন ও বিভিন্ন দিবস উদযাপনসহ উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এটা অত্র এলাকার মানুষের দৃষ্টি স্থাপন করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *