August 5, 2025, 7:50 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের কা-রবার ও দে-হব্যবসা ফি-টিংবা-জদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি ১২জনকে আ-টক বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ তিতাস গ্যা-সের অ-বৈধ সংযোগ বি-চ্ছিন্ন অ-ভিযানেও অতিরিক্ত চু-লা ব-ন্ধ করতে ব্য-র্থ ক-র্মকর্তারা স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা সলঙ্গায় জুলাই বিপ্ল-বে শহী-দদের স্ম-রণে দোয়া গ-ণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে জামায়াতের বিশাল গ-ণমিছিল স্বৈ-রাচারী হা-সিনার পত-নের বর্ষপূতি উপলক্ষ্যে সুজানগরে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বিশাল বিজয় মি-ছিল সুজানগরে বিএনপির উদ্যোগে বি-শাল বিজয় মিছি-ল শাজাহানপুরে রা-জনীতিতে এক নিবেদিত প্রা-ণ মোঃ আরমান মন্ডল রামগড়ে বিজ-য় র‍্যালি”তারুণ্যের প্রথম ভোট ধা-নের শীষের পক্ষে
বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ

বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ

আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,রিপন মিয়া ও শহীদ ফজলুল করিমরা প্রতিদিন জন্মায় না। তারা ক্ষণজন্মা। কালে কালে জাতির মুক্তির জন্য রিপন মিয়া ও শহীদ ফজলুল করিমরা একজন করেই জন্মায়। নিজের জীবনকে উৎসর্গ করে যারা জাতিকে উদ্ধার করে, তারা কোন সাধারণ কোনো মানুষ নয়। আমি মনে করি, তারা মহাকাব্যিক বীরত্বগাথা জাতি তাদের চিরদিন শ্রদ্ধাভরে মনে রাখবে।’

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বকশিগঞ্জ উপজেলার দুই বীর শহীদ রিপন মিয়া ও শহীদ ফজলুল করিমের সমাধিতে
পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এসব কথা বলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানাার নেতৃত্বে বকশীগঞ্জে দুই শহীদ রিপন মিয়া ও শহীদ ফজলুল করিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আসমা- উল -হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার ,

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা জাইকার প্রধান রুপন কুমার বসাক , উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামান, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD