খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি :
রাতভর অভিযান চালিয়ে দিনাজপুর ও লালমনিরহাট থেকে অভিনব কায়দায় লুকানো ৯৯০ পিস ইয়াবা ও ৩০০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৩। উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বুধবার ভোররাতে দিনাজপুরের কাহারোল ও লালমনিরহাটের হাতিবান্ধায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি রাত ১২টা ৫৫ মিনিটে দিনাজপুর জেলার কাহারোল থানার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল শ্যামাকালী মন্দির সংলগ্ন পাকা রাস্তায় চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মজিদ (২৮) ও আসাদুজ্জামান রিপন (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে পাঁচটি কালো পলিজিপার প্যাকেটে রাখা ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত ২টা ৫০ মিনিটে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় আরেকটি অভিযানে অভিনব কৌশলে মোটরসাইকেলে লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এ সময় পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫) ও সাধন চন্দ্র রায় (২৩) নামে তিন যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠাবে থানা পুলিশ। ”
Leave a Reply