August 6, 2025, 4:49 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে এই বিজয় মিছিলটি শহরের সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের দায়িত্ব শহর থেকে গ্রাম, স্কুল-কলেজ থেকে বন্দরে, তারুণ্যের প্রতিটি কণ্ঠে এই বার্তা পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা আমাদের বাকরুদ্ধ করেছে। যারা কখনও এই দেশের স্বাধীনতাকে স্বীকার করেনি, সেই স্বীকৃত রাজাকারদের ছবির পাশে ২০২৪-এর গণআন্দোলনের শহীদদের ছবি বসানো হয়েছে—এটি চরম ধৃষ্টতা ও ইতিহাস বিকৃতি।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “৭১-এ আমরা ভূখণ্ড, মানচিত্র ও জাতীয় সঙ্গীত পেয়েছি; আর ২৪-এর আন্দোলনে আমরা পেয়েছি গণতন্ত্র। এই দুই সংগ্রাম আলাদা। এক করার অপচেষ্টা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”
সমাবেশে ধর্মের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা বলেন, “আজ ধর্মকে ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ ইসলাম বলেছে—বেহেশত-দোজখ নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহর। এমনকি প্রিয় নবী (সা.)-ও বলেন, তিনি জানেন না কার জন্য সুপারিশ করতে পারবেন।”
সমাবেশে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মকে পুঁজি করে গণতন্ত্রবিনাশী ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে, সেজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে।”