August 6, 2025, 2:10 pm
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুরাদনগর উপজেলা শাখা।
মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
যুবদল নেতা সোহাগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন,উপজেলা ছাত্রদল আহ্বায়ক খাইরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনা। তার পরিণতিতে তিনি দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়। তবে দুঃখজনকভাবে মুরাদনগরের মানুষ এখনো একজন ছাত্র উপদেষ্টার ফ্যাসিবাদী আচরণের কারণে পূর্ণ মুক্তি পায়নি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা দুলাল দেবনাথ, উপজেলা চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।