August 6, 2025, 6:20 am
আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবাকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে এসে ২ মেয়ে দলিল করে নিলেন ৫ বিঘা জমি।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে বৃদ্ধ আবুল হোসেন (৮০)কে তারই দুই মেয়ে পারুল বেগম ও জবা বেগম গত মাসের ৩/০৭/২৫ইং তারিখে স্বামীর বাড়ি হতে এসে ডাক্তার দেখানো কথা বলে সুন্দরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যায়। পরে মেয়ে পারুল বেগম তার স্বামী হায়দার আলী ও মেয়ে জবা বেগম তার স্বামী মঞ্জু মিয়ার সহায়তায় সুকৌশলে পিতা আবুল হোসেনের নিকট দুটি দলিল করে নেন। যার প্রথম দলিল নং ৪৮৯৫, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির ৮৪ শতক। দ্বিতীয় দলিল নং- ৪৮৯৬, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির পরিমাণ-১০২ শতক। এদিকে বৃদ্ধ আবুল হোসেনের একমাত্র ছেলে ৫ জন কন্যা সন্তান রেখে মারা যান। ছেলের অনুপস্থিতিতে দাদা আবুল হোসেন ৫ নাতনির যাবতীয় দায়িত্ব নেন। বয়সের ভারে আবুল হোসেন খুবই ক্লান্ত ও অসুস্থ। এই অসুস্থতাকে কাজে লাগিয়েই মেয়ে জামাইরা সব জমিজমা লেখা নিয়ে তাকে বৃদ্ধ বয়সে নিঃস্ব করে ফেলেছে। এনিয়ে ভুক্তভোগী আবুল হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি কিছুই জানেন না ছাড়া আর কোন কথা বলতে পারেন না। এব্যাপারে তার ২ নাতনি কেঁদে কেঁদে বলেন, আমাদের বাবার অনুপস্থিতিতে দাদাই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজকে ফুফিফুফারা দাদার অক্ষম বয়সে বাড়িভিটেসহ সব জমি লিখে নিয়েছে। এখন আমাদের কি হবে? এখনও আমাদের বিয়েও হয়নি। আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে এখন আমরা কোথায় যাব? কি হবে আমাদের ভবিষ্যৎ। এছাড়া আবুল হোসেনের আরও মৃত মেয়ের ঐশী নামে এক কন্যা সন্তান আছে। তারও ভবিষ্যৎ অন্ধকার। বিষয়টি নিয়ে আদালতে দলিল রদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আবুল হোসেনের ছেলের ৫ কন্যা ও মৃত মেয়ের ১ কন্যা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমির দলিল ফেরতের জন্য সহযোগিতা কামনা করছেন।