August 5, 2025, 9:49 pm
এমদাদ খান রামগড় প্রতিনিধি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে” রামগড় উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড় যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গেল বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ফ্যাসিবাদ সরকারের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে (৫ আগষ্ট) মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন” ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া (মিঠু)” পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন” সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া” এবং জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া” নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় অফিস থেকে বের হওয়া বিজয় র্যালি উপজেলা প্রশাসন চত্বর হয়ে রামগড় পৌর শহর পদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়। বিজয় র্যালি শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া।
“নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক জানিয়ে বক্তরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখি একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র।
জুলাই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র কখনো কারও দয়ায় আসে না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর আমরা সেই সংগ্রামে ছিলাম।
মোহাম্মদ এমদাদুল হক
রামগড় প্রতিনিধি ।।