August 5, 2025, 2:38 pm
এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল (হাদীস বিভাগ) শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাদীস বিষয়ক সবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সালেহ সাহেব, সাবেক অধ্যক্ষ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা, খুলনা এবং আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কার মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অধ্যক্ষ, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ড. মোঃ রুহুল আমীন খান, অধ্যক্ষ, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা।
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কামিল হাদীস বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের মূল্যবান নসিহত ও দোয়ার মাধ্যমে অনুপ্রাণিত হন।#** ছবি সংযুক্ত আছে।
#