August 5, 2025, 2:41 pm
জিল্লুর রহমান,
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার নিহত ৪ শহীদের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহান, মুত্তাকিন বিল্লাহ, ফরহাদ হোসেন ও আসিব ইকবালের কবর জিয়ারতের সময় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এমবি বাকের, মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. লিয়াকত আলী।