August 6, 2025, 2:40 am
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় ওজনে কম দেওয়াসহ এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে চারটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ। অভিযানকালে তাকে সহায়তা করে বোদা থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ বলেন, “বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে এক্সপ্লোসিভ অ্যাক্ট ও পরিমাপ আইনের নানা বিধি লঙ্ঘনের বিষয়েও অভিযোগ উঠেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
জরিমানা পাওয়া চারটি ফিলিং স্টেশন হলো: কাশ-রদ এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, নর্দান এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, মেসার্স শাবাব ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় এবং মেসার্স জান্নাত ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় জরিমানা করা হয়।
এ বিষয়ে কাশ-রদ এলপিজি স্টেশনটির মালিক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসেন সরাসরি সাক্ষাতে কথা বলি এ বলে মোবাইল এর সংযোগ বিচ্ছিন্ন করেন।”