August 5, 2025, 9:51 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে পাবনার সুজানগরে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। গণ মিছিলে জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষের অংশগ্রহণে গণমিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন । উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, পৌর আমীর রফিকুল ইসলাম, পৌর নায়েবে আমীর আব্দুল মমিন, পৌর শাখার সেক্রেটারী মকবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, ইন্ডাস্টিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রমজান আলী, সুজানগর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মমিন, জেলা ছাত্র অধিকারের সম্পাদক জিহাদ ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন প্রমুখ। স্থানীয় জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।