কুমিল্লায় জুলাই গ-নঅভ্যুত্থান দিবস পা-লন

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল পুরো জেলা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় ২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সভাপতি আবু রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।”

অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিকালে অলোচনা ও বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র শিবিরের পক্ষ থেকে। 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচিতেও দিনব্যাপী কুমিল্লা ছিল উদ্দীপ্ত ও উৎসবমুখর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *