August 6, 2025, 6:19 am
কালকিনি মাদারীপুর প্রতিনিধি ।।
মাদারীপুরের কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২ টায় উপজেলার ডাকবাংলা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মঞ্চে বিশেষ বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের নিহত শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। এ সময় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।